বন্ধুরা আজকে আমরা জানবো Freelanching কি? আমার অনেকে অনেক রকম প্রশ্ন করি ভাই Freelanching করতে চাই কি ভাবে করবো কোথা থেকে শিখবো শিখতে কত দিন সময় লাগে, আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো ।
আমি সব গুলা বিষয় এভানে পর্ব পর্ব করে আলোচনা করবো। জানতে হলে আমাদের সাতেই থাকুন।
Freelanching কি?
Freelanching এ নাম টা আমরা সবাই কম বেশী শুনেছি কিন্তু আমরা অনেকে জানি না Freelanching কি নাম টাই শুনে গেলা কাম টা জানলাম না । আমাদের কে আগে জানতে হবে Freelanching এর শর্ব্দের অর্থ। Freelanching অর্থ হলো মুক্ত পেশা
অর্থাত আপনি কোন মালিকের সাথে না বা কারো আন্ডারে না কাজ না করে নিজের মন মত নিজের সময় মত কারো কাজ করে দেওয়া কে Freelanching বলে। আপনি চাইলে কাজ করবেন না চাইলে বাদ দিয়ে দিবেন চাইলে ঘুমিয় তার পরে উঠে কাজ করবেন অর্থাত আপনার স্বাধিনতায় সব। এ কথা শুনে খুভ খুশি হয়ে গেলেন ভাই
আরে শুনেন ! আপনি যত টা সহজ মনে করছেন তার থেকে কয়েক হাজার গুন বেশী কঠিন। কি মনে করছেন এত সহজ ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম ? আরে না ভাই এ লাইনে কাজ করা এবং সফলতা অর্জ করা অনেক কঠিন একটা বাস্তবতা । দেখেন ভাই আমি আপনাদের কে এমন লোভ দেখাবো না যা দেখে আপনি দোড়ে চলে আসলেন পরে দেখবেন যে, ভাই সফলা তো দূরের কথা কাজ ও পাবেন না। তাই আগে জেনে নিন ফ্রিলান্সিং এর কঠিনতা ভাই একজন মানুষের ফ্রিলান্সার হওয়ার গল্প যদি আপনি শুনতেন তাহলে জানতে পারতেন কি Freelanching কি জিনিষ আমি এ নিয়ে অন্নান্য ব্লগে আলোচনা করবো আপনারা অনেক ভালো ভালো বিসয় গুলা অর্জন করতে চলছেন। তাহলে আর িদেরী কিসের এখনি ফরো দিয়ে রাখুন
মনে রাখবেন এমন কিছু বিসয় আলোচনা করবো যে গুলা আপনার জন্য অনেক উপকারি বিষয় হবে ইনশাআল্লাহ
0 মন্তব্যসমূহ