আমাদের অনেকে কম বেশী গ্রাফিক্স ডিজােইন শিখতে চাই। আমরা অনেকে জানি না গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি বিষয় আগে আমাদের জানা প্রয়জন। আজকে আমি আপনাদের এমন কিছু বিষয় জিনিস আলোচনা করবো যে গুলা আশা করি আপনাদের জন্য অনেক উপকারে আসবে।
বন্ধুরা সবাই কেমন আছেন
আমি মোঃ ওসমান গনী, একজন গ্রাফিক্স ডিজাইনার, আমার চ্যানাল এর নাম FREELANCER OSMAN
১) গ্রাফিক্স ডিজািইন শিখতে হলে সবার শুরুতে আমাদের কে জানতে হবে কম্পিউটার বেসিক আপনি যদি কম্পিউটার কিছুটা জানেন তাহলে আপনার 20% কাজ শেষ
২) ভালো কি-বোর্ড টাইপ করা জানতে হবে। কারণ আপনাকে যে কোন কাজরে ভিথরে কমছে কম 20-25 বাক্য টাইপ করা জানতে হবে। তা না হলে আপনি শিখতে বা করতে অনেক সমস্যাই পড়বেন
৩) আমারা গ্রাফিক্স ডিজাইন করার জন্য সব ছেড়ে বেশী ব্যবহার করে থাকি ২ টা app (1) Adobe Illuastrator (2) abode Photoshop আমি জানি না আপনার মনে এ প্রশ্ন টা আসছে কি আমি আগে illustrator এর নাম কেন বল্লাম। আসলে ডিজাইনের সব ছেড়ে জটিল app হলো Photoshop আর আপনি সহজে photoshp এর করতে পারবেন না। যদি আপনি এ এপ্স এর কাজ শিখেন তাহলে আপনি ভালো ডিজাইন বা কোয়ালিটিফুল ভেক্টর ক্রিয়েট করতে পারবেন না। কিন্তু আপনি illustrator এ অনেক হাই এবং সহজে কাজ শিখতে পারবেন। যে কোন কাজ আপনি সহজে আপনার মন মত করতে পারবেন। এমন এ এপ্স এর কাজ অনেক সহজ আমি প্রাই 80% কাজ এ এপ্স illustrator দিয়ে কাজ করি। এমন কি এ এপ্স illustrator কাজ আপরি অনেক সাইটে সাবমিট করতে পারবেন।
যেমন adobestok, shutterstoc, bigstok, canstok এমন আরো অনেকগুলা সাইট আছে আপনি সেখানে কাজ করতে গেলে আপনোকে Ai EPS svg ফাইল সাবমিট করতে হবে। আর এ ফাইল টা আপনি শুধু illustrator এ করতে পারবেন।
৪) আপনার হাই স্প্রিড ইন্টারনেট থাকতে হবে। কারণ এ কাজ গুলা সব নেটের সাথে কান্টেট আপনি নেট ছাড়া ভালো কোন কাজ করতে পারবেন না। যেমন আপনার ডিজাইনে কিছু ভেক্টর লাগবে আপনি তা নেওয়ার জন্য আপনাকে যেতে হবে ফ্রিপিক এ তার জন্য লাগবে নেট এমন কি আপনি একটা ডিজাইন করলেন এখন আপনার সে ডিজাইন সাবমিট করতে হবে তার জন্য আপনার লাগবে নেট। তাই নেট ছাড়া এ কাজে আসবেন না।
৫) ভালো ইংরেজী জানতে হবে। ভাই ইংরেজী না জানলে এখানে আসবেন না আসলে দিন শেষে খালি হাতে আবার চলে যেতে হবে। কারণ ইংরেজী ছাড়া আপনি বাহিরের বায়ারের সাথে কাজ করবেন কি ভাবে। আপনাকে তাদের সাথে লাইভে কথা বলতে হবে। আপনাকে তাদের সাথে ইংরেজীতে টাইপ করতে হবে। তাই আগে ইংরেজী শিখে এ লাইনে আসেন।
৬) সর্ব শেষ আপনার ধর্য ভাই ফ্রিলান্সিং বিষয় টা অত সহজ না এখানে আপনাকে 1-2 বছর দরে কাজ শিখতে হবে। এর পরে 3-5 মাস আপনাকে কাজ পেক্ট্রিস করকে হবে। তাই 3 আমি বলবো সব মিলিয়ে 2 বছর সময় আপনাকে আপনার মূল্যবান সময় কাজে লাগাতে হবে।
পরামর্শ
একটা কথা মনে রাখবেন অনেকে কাজ যেনে ও কোন ইনকাম পাচ্ছে না কারণ তারা পাইনা সঠিক গাইড লাইন তারা পাইনা কোন সাপোর্ট আর তাদের ও কিছু দুর্বলতা আছে যেমন অনেকের ধর্য নাই কাজ জানে েতবে এক জাইগাই পড়ে তাকে না এটা তাদের দুর্বলতা। তাই আমি বলবো এক জাইগাই পড়ে থাকেন একদিন ভালো কিছু করতে পারবেন
যদি আপনার এ ব্লগ থেকে কোন কিছু নতুন জানা আইডিয়া হয় তাহলে লাইক এবং নতুন কোন খিচু জানার ইচ্ছে থাকলে জানাবেন। সাব্সক্রাই করতে ভুলবেন না কিন্তু।
আরো বিস্তারিত জানতে বিজিট করুন।
https://youtu.be/PB6R1FbluNo
0 মন্তব্যসমূহ