বন্ধুরা আজকে আমাদের 6পার্ট আমরা একে একে 5 টা পার্ট শেষ করছি 5 টা পার্টের লিংক এখানে
পার্ট-3
পার্ট-4
পার্ট-4
বন্ধু আমাদের 6 পার্টে থাকচে 1) CV (2) RESUM
1) CV
CV এটা আমরা যে কোন যায়গাই বা যেকান অফিসে কারেজ জন্য এপ্লাই করি তারা সবার শুরুতে আমাকে আপনাকে এটাই প্রশ্ন করবে যে ভাই আপনার CV টা দেন আমরা আগে আপনার সম্পর্কে জেনে নিতার পরে বাকি টা।
এখন আসেন সিভি কি?
CV টা হলো যেমন আপনার পরিচিতির জন্যআপনার একটা নাম রাখা হয় তেমনি মানুষের শিক্ষার পরিচিতির জন্য তার বিস্তিরিত কিছু তথ্য কিছু পৃষ্টািই লেখা থাকে। আর সে পৃষ্টার পুরা পরিচিতি এবং আপনি কোথায় পড়ছেন কত নাম্বারে পাস করছেন সব গুলা বিষয় সে পাতাই লেকা থাকে। আর যে যে পাতাই এ লেখা টা থাকে তাকে CV বলে। CV এর চাহিদা এত বেশী আমি আপনাদের কে বলে বুঝাতে পারবো না। আমি একটা পিক দেখাচ্ছি দেখেন।
এখানে সে একটা CV দিয়ে 11 হাজর বার 5 ডলার করে সেল দিছে এর পরে সে আবার ইডিট করিয়ে নিছে তার মাধ্যমে তাতে সে 5 ডলার করে কত পাইচে একটু কি হিসাব মিলানে কোটি টাকার উপরে সে ইনকাম করছে একটা CV থেকে। তাই আমি আপনাদের কে বলবো যদি ভালো লাহে CV নিয়ে ও কাজ করতে পারেন
(2) RESUM
RESUM আমার উপরে সিভি নিয়ে আলোচনা কর আসছি RESUM ও একটাই তবে এখানে কিছু পার্থক্য আছে। সিভির ভিথরে আপনি সর্বচ্চ 1 পৃষ্টা লিখতে পারবেন। আর RESUM এর ভিথরে আপনি 3-4 পৃষ্টা লিকতে পারবেন। এখন আসেন আমার কি কি কাজে ব্যবহার করতে পারি। একজন মানুষের জীবন বিত্তান্ত এবং তার বিস্তারিত সকল বিষয় সে একটা 1-4 পাতায় তুলে দরে। আপনি যদি কোন কম্পানিতে কাজ করতে বা চাকরীর জন্য এপ্লাই করেন। তারা সবার শুরুতে আপনার নিকটে CV/RESUM দেখতে চাইবে। তাই যদি কোথায় চাকরী করবেন বলে রেডি হচ্ছেন আপনাকে আমি বলবো 100% ভালো RESUM বানিয়ে নেন। ভাই এটা মনে রাখবেন আপনার চাকরী আপনার ভালো সিভির উপর নির্ভর করে। তাই ভালো সিভি ভালো চকরী।
এখন আসেন আপনি কি করবেন আপনি কি এ নিয়ে কাজ করবেন আমি বলবো আপনি কাজ করেন তবে একটা বিসয় মনে রাখবেন আপনার ক্লায়েন্ট কিন্তু সহজের আপনার কাছ থেকে MS word এর ফাইল চাইবে। তাই আপনাকে MS word এর কাজ জেনে রাখতে হবে। যদি পারেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
3) background
আমি আসা করি বলবো আপনি এ নাম টা অনেক বার শুনেছেন। background এটা এমন একিট কাজ যে কাজ টা আমাদের সকল কাজে ব্যবহার হয়। আপিনি কোন কাজ/ ভালো কোন ডিজাইন তৈরি করতে আপনাকে অবশ্যয় background কালেক্ট করতে হবে। ভালো background এর অনেক চাহিদা। আপনি অনেক কম সময়ে এ কাজ টা করে পেলতে পারেন। যে কোন background তৈরি করতে সময় লাগতে পারে 40-50 মিনিট তাই িআপনি আপনার কিছু সময় ব্যয় করে ভালো কিছু background তৈরি করুন ভালো একটা ইনকাম করুন।
4) 3D
3D এ কাজ টা যে কেউ পারে না এমন কি আমি নিজে ও জানি না তবে এ নিয়ে আমার ভালো আইডিয়া আছে। আমি অনেক সাইটে 3D নিয়ে রিচার্জ করছি অনেক গুলা বিষয় পাইছি। 3D এ কাজ টা আপনি সকল সাইটে একদম কম পাবেন এমন 3D কাজ টা অনেক কম লোকে করে থাকে। তাই আমি বলবো এ কজা টা অনেক কঠিন তবে কাজের চাহিদা অনেক বেশী তাই যদি আপনি কাজ করতে শিখতে পারেন ভালো একটা ইনকাম করতে পারবেন।
আমাদের 6 পার্টে থাকচে 1) CV (2) RESUM (3) Backgroun (4) 3D
বন্ধুরা আমরা আগামী পর্ব থেকে আপনাদের সাথে ফিলান্সিং নিয়ে আলোচনা করবো। জানতে হলে ফলো দিয়ে রাকুন।
আরো বিস্তারিত গ্রাফিক্স সম্পর্কে জনতে বিজিট করুন
আশা করি আজকে অনেক গুলা বিষয় আপনার ভালো আইডিয়া হয়েছে আপনার কোন বিষয় জানার দরকার হলে কমেন্ট করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।
0 মন্তব্যসমূহ