গ্রাফিক্স ডিজইনে কি কি কাজ থকে, পার্ট-2

 এর পরে আছে (6) মেমো (7) রশিদ (8) পাস বাই (9) পসপ্রেক্টাস (10) ডাঃ প্যাড 

 আমারা দ্বিতিয় পর্বে বাকি বিসয় গুলা িনিয়ে আলোচনা করবো। ইনশাআল্লাহ।









 নাম্বার ৬)  মেমো, 
 মোমা হলো এমন একটা বিষয় যার দ্বারা আপনি আপনার দোকানে/ব্যবসার যে কোন ক্রয় বিক্রয় এর হিসাব নগদ বাকি ইত্যাদি সকল হিসাব রাখতে পারবেন। এখন আসেন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই  মেমোর কালার কয়টা হয় বা কি কি কালার ব্যবহার করলে মানুষ ভালো পচন্দ করে আসলে মেমো সাধারণত ৪ কালার অরনেক সুন্দর লাগে। কিন্তু আমার জিবনে আমি আজ পর্যন্ত 4 কালার 8 টা কাজে ব্যহার করছি বাকি প্রায় অধিকাংশ কাজে 1 কালার ব্যবহার করছি। কারণ 1 কালার অনেক ভালো মানাই আর ১ কালারের ডিজাইন মানুষে অনেক ভালো পচন্দ করে। আর এক কালারের খরচ টা ও অনেক কম যায়। তাই এক কালার অনেক বেশী চলে। 
মেমো সাইজ:-  A4 সাইজের একটা পেপারে ২ টা মেমো দিয়ে প্রিন্ট করলে একদমি পারপেক্ট হয় সাধারণ মেমোর সাইজ এটা আর আপনি চাইলে আপনার মন মত করে দিতে পারেন 7.5*10 ও পারেন।




৭)রশিদ 
রশিদ বই বলা যা দিয়ে আপনি বিভিন্ন সংগঠন,অফিস, মাদ্রাসা, মসজিদরে বেতন/চাদা কালেকশনের জন্য আমার যে কাগজ বা লিখিত ছোট যে  বই টা ব্যবহার করে থাকি তাকে রিশিদ বই বলে এখন আসেন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই রশিদ বই কালার কয়টা হয় বা কি কি কালার ব্যবহার করলে মানুষ ভালো পচন্দ করে আসলে রশিদ বই সাধারণত ৪ কালার অরনেক সুন্দর লাগে।  প্রায় অধিকাংশ কাজে 1 কালার ব্যবহার করছি। কারণ 1 কালার অনেক ভালো মানাই আর ১ কালারের ডিজাইন মানুষে অনেক ভালো পচন্দ করে। আর এক কালারের খরচ টা ও অনেক কম যায়। তাই এক কালার অনেক বেশী চলে। 
রশিদ বই সাইজ:-  A4 সাইজের একটা পেপারে 3 টা রশিদ বই  দিয়ে প্রিন্ট করলে একদমি পারপেক্ট হয় সাধারণ রশিদ বই সাইজ এটা। A4 সাইজের একটা পেপারে ৪ টা দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন যে আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী



৮) পাস বই বা হিসাব খাতা এখানে আসেন হিসাব খাতা এখন আর কেউ প্রিন্ট করে না কিন্তু পাস বই এখনো প্রিন্ট হয় তাই পাস বই নিয়ে কথা বলবো। 
পাস বই  সাধারণত ৮.৫*৪ ইন্সি সাইজ হয়ে থাকে  A4 এর চার পৃষ্টা  প্রিন্ট হয়। এখন আসেন কত বছরের হয় । আপনাদের সহজের জন্য আমি নিছে একটা পাস বই দিয়ে দিরাম এখানে দেখেন কি ভাবে কি হইছে।
এখানে 1 পৃষ্টায় 12 মাস (১ বছর) তাহলে আমার বলবো 5 বছর হলেই তো চলে? িকিন্তু না  এ বইগুলা কম পক্ষে 24 পৃষ্টা হয় আমরা অনেক সময় 18 পৃষ্টা ও করি। আপকি যদি আবার বলেন আমি যদি 10 পৃষ্টা দি তাহলে তো আমার খরচ অনেক কম যাবে। কিন্তু না আপনি 10---24 যা করেন আপাকে একি টাকা গুনতে হবে তাই আপনার জন্য ভালো 24 পৃষ্টা করেন।
 (9) পসপ্রেক্টাস
 পসপ্রেক্টাস  হলো আপনার কোন প্রতিষ্ঠানের যে কোন বিষয় মানুষের নিকট পোঁচানোর জন্য আপনি কয়েক প্রষ্টার কিছু বিস্তারিত তথ্য লিখে প্রিন্ট করেন বা প্রচার কাজে ব্যবহার করেন তাকে পসপ্রেক্টাস বলে। 

 যেমন এখানে দেখেন মাত্র ২ পৃষ্টার কিন্তু এ ক্যাটাগরীর কাজ গুলা ৪ পৃষ্টার ও হয়ে থাকে আমার সাধারণত ৪ পৃষ্টার ব্যবহার করি  
পসপ্রেক্টাস এর সাইজ 
সাইজ সাধরণত মানুষের চাহিদা অনুযায়ী আপনোকে ব্যবহার করতে হবে যদি আমার সাইজ দি তাহলে আমাদরে কে সাইজ দিতে েহেব 7.5*10 কিংবা 8.5*13 সাইজ। আমরা এ সাইজ টা ব্যবহার করে থাকি আপনি আপনার মন মত সাইজ দিতে পারেন তবে মনে রাখবেন সাইজ দিতে গিয়ে যে নিজের ক্ষতি না আমি এ নিয়ে প্রথম পর্বে   বিস্তারিত আলোচনা করে আসছি। 
কালারে বিষয় আসলে বলবো 3-4 কালার ব্যবহার হয়ে থাকে এখানে আপনি  আপনার ব্যবসা কে চাংগা করতে পারেন পসপ্রেক্টাস কালার 3 টা দিলে চলে আপনি তার সাথে এমন ভাবে কন্ট্রক্ট করবেন যে এগুলা এত দাম যাবে আপনি ডিজাইন করে তাকে দেখাবেনে 3 কালার দিয়ে এত হালাল ব্যবসা হলো  400 টাকা বাড়তি ইনকাম হলো। 

(10) ডাঃ প্যাড 

ডাঃ প্যাড  নাম টা শুনে আপনার অনেকে বুঝে পেলেছেন জিনিষ টা কি তার পরে ও আমি বলতেছি। মনে রাখবেন আপনি যখর কোন ডাক্তারের নিকট যান তখন সে আপনার অবস্থা বুঝে আপনাকে কিছু ঔষধ লিখে দেয় আপনি ফার্মিসিতে গিয়ে সে ঔষধ গুলা নিয়ে আসেন যে পেপারে লেখা থাকে তাকে ডাঃ প্যাড বলে। ডাঃ প্যাড এর কালার ৪ টা হয়ে থাকে আর ডাঃ প্যাডএর সাইজ A4  হয়ে থাকে


আমাদের ৩য় পার্টে থাকচে (২) অনলাইন ফ্রিলান্সিং যে সকল কাজ গুলা হয়।

আরো বিস্তারিত গ্রাফিক্স সম্পর্কে জনতে বিজিট করুন  

আশা করি আজকে অনেক গুলা বিষয় আপনার ভালো আইডিয়া হয়েছে আপনার কোন বিষয় জানার দরকার হলে কমেন্ট করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। 

0 মন্তব্যসমূহ