আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই কি ভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবো




 আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই

আমাদের কে গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে সবার শুরুতে জানতে হবে কম্পিউটার বেসিক। আপনি যদি কম্পিউটার বেসিক টা জানেন আপনার জন্য 20 % কাজ শেষ।  

এর পরে আসেন ডিজাইন শিখা নিয়ে,  

গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে Adobe Photoshop  এবং Adobe Illustrator মুলত দুইটা এপ্স দিয়ে আমরা ডিজাইনের সব কাজ করে থাকি। আপনি অনলাইনে ফ্রিলান্সিং অথবা অফ লাইনে প্রেসে কাজ করি। আমরা এ 2 টা এপ্স ব্যবহার করে থাকি। এর থেকে আরো এডভান্স একটা এপ্স আছে তার নাম হলো। Adobe In design আপনি চাইলে এ এপ্স দিয়ে ও কাজ ভালো কাজ করতে পারেন। তবে এ এপ্স টা বেশী ব্যবহার হয় ওয়েব ডিজাইন এর ক্ষেত্রে। আপরি ভালো কাজ শিখতে হলে আপনার জন্য আছে Adobe Photoshop  এবং Adobe Illustrator  এখানে এখন আমাদের প্রশ্ন থাকতে পারে কোন এপ্স টার কাজ ভালো, আমি সাধারণত বেশী কাজ করী  Adobe Illustrator দিয়ে। কারণ আমি মাইক্রোস্টক সাইটে কাজ করি। আপনি যদি ফ্রিলান্সিং একটিভ মার্কেট  গুলাই কাজ করেন তাহলে আপনাকে 2 টা এপ্স এর কাজ জানতে হবে। 

 কি ভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবো

আমাদের এ প্রশ্ন টা একদমি বেশী আমি কি ভাবে শিখবো। বা কোথা থেকে শিখবো। 

দেখেন ভাই আপনি যদি লাইফে কিছু করতে চান আপনাকে ভালো কাজ শিখতে হবে। আর ভালো কাজ শিখার জন্য আপনাকে নিশ্চিত ভালো কোন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখতে হবে। আপনি ইউটিউব এ অনেক টেনিং সেন্টার পাবেন। ১ মাসে সব, ভাই এটা মাথায় রাখবেন আপনি যার কাছ থেকে কাজ শিথতে চান সে কেমন ডিজাইনার, তার কাজ কেমন তার হতে কত গুলা ছেলে মানুষ হয়েছে। বা সে কি ব্যবসা করতেছে নাকি সত্যি শিখাচ্ছে। এর জন্য আপনাকে আগে তার হাতে গড়া এমন কোন স্টুডেন্ট এর সাথে যোগাযোগ করতে হবে। তবে সে স্টুডেন্ট এর পরিচয় বা তার খবর ট্রেইনারের কাছ থেকে নেওয়া যাবে না। তাহলে দিন শেষে সে আপনি দরা। যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি লাকি তার সাথে ভালো ভালো কথা বলে এক সময় বলে দিবেন আমি  গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই কি ভাবে শিখবো । দেখবেন ভালো হলে সে তার শিখানো ট্রেইনার এর কথা বলবে আর খারাপ হলে বলবে আমার জানা নাই বা বলেই দিবে যে যেখানে শিখো না কেন  অমুকের কাছ থেকে শিখো না। সে কোন কাজ কাম জানে না।  

আরেকটি পদ্ধতি হলো আপনি কার সম্পর্কে ইউটুব বা গুগলে সার্চ দিবেন। দেখবেন অনেক কিছু ভালো খারাপ পাবেন যে দিক দিয়ে ভালো পাবেন সে দিক আপনি বেছে নিবেন। আসাকরি আপনি আমারা সব কথা ভালো করে বুঝতে পারছেন। 

আরকে ভাবে আপনি কাজ শিখতে পারেন। ইউটিউব থেকে এখানে আপনি অনেক ভালো ভালো ভিডিও পাবেন। আপনি আপনার চাহিদা অনুযায়ী সার্চ করবেন। দেখবেন এখানেই সব আছে ট্রেনিং সেন্টরে একজনের জ্ঞ্যন পাবেন, আর ইউটিউবে পাবেন 10 জনের। তবে ভাই আপনাকে খূজে নিতে েহবে কেও আপনাকে খুজে দিবে না । আপনি খুজে নিতে পারলে আপনি বস হাজার হাজার টাকা বেছে যাবে আপনার। 

এখন সিদ্ধান্ত  আপনার আপকি কি করবেন।

আপনার যদি এ ব্লগ থেকে একটু উপক্রিত হন লাইক দিতে ভুলবেন না ।   আপনার কোন বিষয় গুলা জানতে ইচ্ছে করে তা ও আমাকে জানাবেন আমি আপনাকে বলার চেস্টা করবো। 

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 



0 মন্তব্যসমূহ